Cherag

চেরাগ ১১%

(চিলেটেড জিংক ১১%)

কার্যকরী উপাদান: ১০০ ভাগ গাছ কর্তৃক গ্রহনীয় ১৩-১৫% সক্রিয় আয়নিত জিংক বিদ্যমান, যাহা উদ্ভিদ তাৎক্ষনিক ভাবে গ্রহন করতে পারে।

রেজিস্ট্রেশন নং : আই এম পি-৬৯৯১
নিবন্ধনধারী, আমদানিকারক ও বাজারজাতকারী: জেডসান এগ্রিসাইন্স বিডি. লিঃ
প্রস্তুতকারক: জেএসআই গ্রুপ লিমিটেড, চীন
কারখানা: ২৭৩, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

ব্যবহারের নির্দেশনা:
পুরো প্যাকেটের গুঁড়ো অর্ধেক গ্লাস পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। তারপর ৪০ লিটার বা ৪ মেশিন পানি দিয়ে মিশিয়ে ১ বিঘা বা ৩৩ শতাংশ জমিতে স্প্রে করুন। গাছ লাগানোর ২১ দিনের পর একবার এবং ৪৫ দিনের পর আবার স্প্রে করুন।

ব্যবহারের হার: ১৭ গ্রাম (প্রতি বিঘার জন্য)

বিষাক্ততা ঝুঁকি: সাধারণ ব্যবহারে বিষাক্ততার কোনো ঝুঁকি নেই।

চেরাগ ১১% ১০ বছরের কম বয়সী এবং ৫০ বছরের বেশি বয়সী গাছ অথবা রোগগ্রস্ত ও দুর্বল গাছে ব্যবহার করা উচিত নয়। বিদ্যমান বাগানে নতুন গাছ রোপণ করতে চাইলে পুরোনো গাছে চেরাগ ১১% ব্যবহার করা যাবে না। এতে কোনো বিষাক্ত পদার্থ নেই যা ফসল, মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর। এটি অন্য কোনো রাসায়নিকের সাথে মিশ্রিত করা যাবে না।

চেরাগ ১১% এর কার্যকারীতা: জিংকের ঘাটতি পূরণ করে গাছের পাতার বিবর্ণ ও ফ্যাকাশে দাগ কমিয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাতা সবুজ হয় ও ফলন বৃদ্ধি করে।গাছের একটি গুরূত্বপূর্ণ অনুখাদ্য

জিংকের অভাবজনিত লক্ষণ : জিংকের অভাবে গাছের পাতা ছোট, ফ্যাকাশে ও বিবর্ণ হয়ে যায়। গাছ খাটো হয়ে যায়, শাখা প্রশাখা শুকিয়ে এবং কুকড়িয়ে যায়।

গুদামজাত করন : শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে স্বাভাবিক আলো-বাতাস পেতে পারে এমন পরিবেশে মজুদ করুন।