ব্যবহারের নির্দেশনা:
পুরো প্যাকেটের গুঁড়ো অর্ধেক গ্লাস পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। তারপর ৪০ লিটার বা ৪ মেশিন পানি দিয়ে মিশিয়ে ১ বিঘা বা ৩৩ শতাংশ জমিতে স্প্রে করুন। গাছ লাগানোর ২১ দিনের পর একবার এবং ৪৫ দিনের পর আবার স্প্রে করুন।
ব্যবহারের হার: ১৭ গ্রাম (প্রতি বিঘার জন্য)
বিষাক্ততা ঝুঁকি: সাধারণ ব্যবহারে বিষাক্ততার কোনো ঝুঁকি নেই।