Sapres Super Agro Image-02

সাপ্রেস ৪৬ এস এল

(বেনটাজন ৪০% + এম সি পি এ ৬% এস এল)

প্রতি লিটারে বেনটাজন ৪০০ গ্রাম এবং এম সি পি এ ৬০০ গ্রাম সক্রিয় উপাদান আছে। সাপ্রেস ৪৬ এস এল একটি সিলেকটিভ, অঙ্কুরোদগমোত্তর ও প্রবাহমান গুণসম্পন্ন হরমোন প্রকৃতির আগাছানাশক। এর কার্যকরী উপাদান সদ্য অংকুরিত আগাছার চারার কান্ড ও মূল দ্বারা শোষিত হয়ে আগাছার কোষ বিভাজন প্রক্রিয়ায় অনিয়ন্ত্রিত প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং পরবর্তীতে আগাছা মারা যায়। সাপ্রেস ৪৬ এস এল সেজ ও চওড়া পাতার আগাছা দমনের জন্য অত্যন্ত কার্যকরী।

রেজি. নম্বর: এপি-৮০০৬
প্যাক সাইজ: ১০০ মি.লি., ৫০০ মি.লি., ১ লিটার
রেজি. হোল্ডার, আমদানিকারক ও বাজারজাতকারী: জেডশিন অ্যাগ্রিসায়েন্স বিডি লিমিটেড
প্রস্তুতকারক: জেএসআই গ্রুপ লি., চায়না
কারখানা: ২৭৩, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

প্রয়োগক্ষেত্র ও মাত্রাঃ

ফসলআগাছার নাম৫ শতাংশ জমির জন্য (১০ লিঃ পানিতে)প্রতি একরেপ্রতি হেক্টরে
ধানচওড়া পাতা, সেজ জাতীয় পাতা সহ অন্যান্য আগাছা২০ মিলি৪০০ মিলি১ লিটার
চাআগাছা (চওড়া ও সেজ জাতীয়)৫০ মিলি১ লিটার২.৫ লিটার

ব্যবহার বিধিঃ প্রতি শস্য মৌসুমে সাপ্রেস ৪৬ এস এল একবার প্রয়োগ করতে হবে। মিশ্রন তৈরির পর পরই আগাছানাশক ব্যবহার করা উচিত।

গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া, শরীরে লাগানো এবং ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ। বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না। স্প্রে করার সব প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন। ব্যবহারের পর খালি বোতল ভেঙ্গে মাটিতে পুঁতে রাখুন।

সাপ্রেস ৪৬ এস এল মাঠে ছিটানোর ২-৩ সপ্তাহের মধ্যে ফসল বিক্রয় বা খাওয়ার জন্য ভুলবেন না।

গুদামজাতকরন: খাদ্য দ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে শুষ্ক ছায়াযুক্ত স্থানে তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করুন।

বিষক্রিয়ার লক্ষণ: গিলে ফেললে বা গায়ে লাগলে বমি ভাব, অতিরিক্ত ঘাম, অস্থিরতা, মাথা ব্যথা, মাংসপেশীর খিচুনী, লালা পড়া,
পেটে ব্যথা, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা হতে পারে।

প্রাথমিক চিকিৎস: গায়ে লাগলে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং সত্বর পরিধেয় বস্ত্রাদি বদলে ফেলুন। চোখে লাগলে পানি দিয়ে অন্তত ১০ মিনিট ঝাপটা দিন। খেয়ে ফেললে বমি করান। অচেতন অবস্থায় বমি করানোর বা কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না। রোগীকে খোলা বাতাসে রাখুন এবং সত্বর ডাক্তার ডাকুন।

চিকিৎসকের জ্ঞাতার্থে: ফেনক্সি এসিটিক জাতীয় আগাছানাশক।

প্রতিষেধক:
সুনির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।