super-rock Super Agro Image-01

সুপার-রকি ৫৫ ইসি

(ক্লোরপাইরিফস ৫০%+ সাইপারমেথ্রিন ৫% ইসি)

সুপার-রকি ৫৫ ইসি একটি স্পর্শক, পাকস্থলীয় এবং শ্বাসরোধক ক্রিয়াসম্পন্ন অর্গানোফসফরাস ও সিনথেটিক পাইরিথয়েড পক্ষদ্বয়ের মিশ্রণ। এর প্রতি লিটারে ৫০০ গ্রাম ক্লোরপাইরিফস এবং ৫০ গ্রাম সাইপারমেথ্রিন সক্রিয় উপাদান আছে।

রেজি. নম্বর: এপি-৭৭৯২
প্যাক সাইজ: ৫০ মি.লি., ১০০ মি.লি., ৪০০ মি.লি., ৫০০ মি.লি., ১ লিটার
রেজি. হোল্ডার, আমদানিকারক ও বাজারজাতকারী: সুপার এগ্রো সার্ভিসেস কো. লি.
প্রস্তুতকারক: জেএসআই গ্রুপ লি., চায়না
কারখানা: ২৭৩, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

প্রয়োগমাত্রা ও ব্যবহারবিধি:

ফসলরোগের নামপ্রতি একরে
আলুএফিড২০০ মিলি
ধানমাজরা৩০০ মিলি
তুলাএফিড২৪০ মিলি
চাউই পোকা১.৬০ মিলি

গন্ধ নেয়া, পায়ে লাগানো, গিলে খাওয়া, ব্যবহারের সময় পানাহার ও ধুমপান নিষেধ। খালি গায়ে, খালি পেটে, বাতাসের বিপরীতে ও প্রখর রোদে প্রয়োগ করবেন না। কাজের শেষে ব্যবহৃত কাপড় ও শরীর সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলুন। মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন। খালি বোতল অন্য কাজে ব্যবহার করবেন না, ভেঙ্গে/ছিদ্র করে মাটির নিচে পুঁতে রাখুন।
সুপার-রকি ৫৫ ইসি ব্যবহারের পর ২৪ ঘন্টা ক্ষেতে ঢুকাবেন না এবং গবাদি পশু-পাখি ঢুকতে দিবেন না।

সুপার-রকি ৫৫ ইসি শেষ প্রয়োগ ও ফসল তোলার মধ্যে ১৪ দিন ব্যবধান রাখতে হবে।

প্রাথমিক চিকিৎসা : বিষাক্ততার লক্ষণ দেখা দিলে কীটনাশক নিয়ে কাজ করা বন্ধ করুন। গায়ে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে লাগলে প্রচুর পরিমানে পরিষ্কার পানির ঝাঁপটা দিন। গিলে খেলে বমি করান। অচেতন রোগীকে কিছু খাওয়াবেন না বা বমি করাবেন না। সত্বর ডাক্তারের পরামর্শ নিন।

প্রতিষেধক: নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করান।