প্রয়োগ বিধি:
অন্যান্য সারের মত জমি তৈরির সময় ছিটিয়ে দিতে হবে। মাটির সাথে ভালভাবে মেশাতে হবে। আবার চারা রোপনের ১০/১৫ দিনের মধ্যে উপরি প্রয়োগ হিসাবেও প্রয়োগ করা যেতে পারে। দ্রুত ফল পাওয়ার জন্য ১০ লিটার পানিতে ৫০ থেকে ১০০ গ্রাম সার ভালভাবে মিশিয়ে মেশিনের সাহায্যে পাতায় স্প্রে করা যেতে পারে।