প্রয়োগমাত্রাঃ
ফসল | পোকা | প্রতি হেক্টরে | প্রতি একরে |
ধান | বাদামী গাছ ফড়িং | ১৬.৮ কেজি | ৬.৭২ কেজি |
ব্যবহার বিধি:
ধানঃ পোকার আক্রমন দেখা দিলে অনুমোদিত মাত্রায় প্রো-জিন ১০ জি ছিটাতে হবে। ছিটানোর সময় জমিতে ২-৪ ইঞ্চি আবদ্ধ পানি থাকা প্রয়োজন। পানি শুকিয়ে গেলে স্বাভাবিক সেচ দিন।
শাকসবজি: শেষ চাষের সময় অনুমোদিত মাত্রায় প্রো-জিন ছিটাতে হবে। ছিটানোর পর মই দিয়ে জমি তৈরি করতে হবে। ফসল ভেদে হালকা সেচ দেওয়া যেতে পারে।