ব্যবহারের সময়:
- জমি তৈরীর শেষ চাষের আগে।
- গাছে ক্লোরোফিলের অভাব দেখা দিলে স্প্রে করতে হবে।
ব্যবহারের মাত্রাঃ
- ছিটিয়ে দিলে একর প্রতি ৬-৮ কেজি।
- স্প্রে করলে ১৩০-১৫০ গ্রাম সাদা ম্যাগ সার আলাদা পাত্রে পরিমান মত পানি দিয়ে ভাল ভাবে মিশ্রন করে ১০ লিটার স্বাদু পানিতে (নদীর, বৃষ্টির, পুকুর বা জলাশয়ের পানি) মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করা যাবে।